সাপ্তাহিক দর পতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২১ ১১:৩৯:৩৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিং শাইন টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬২ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৭২ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলসের দর কমেছে ১২ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের দর কমেছে ১০ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ২৪ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮১ লাখ ৩ হাজার ২৫০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস এস স্টিলের ১০ দশমিক ৫৩ শতাংশ, বঙ্গজের ৯ দশমিক ৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯ দশমিক ৪৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৯ দশমিক ৪৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ১৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮ দশমিক ৯৯ শতাংশ ও তাল্লু স্পিনিংয়ের ৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












