দর বৃদ্ধির শীর্ষে কাশেম ইন্ডাষ্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-২২ ১৭:২৫:১৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাশেম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১০০ বারে ১৯ লাখ ৭৬ হাজার ৮৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৬ শতাংশ। কোম্পানিটি ৭২৪ বারে ১০ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলসের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৯০৫ বারে ৩ লাখ ১৭ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ দশমিক ৫০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩২ শতাংশ, সিলকো ফার্মার ৪ দশমিক ৯১ শতাংশ, কেপিসিএলে ৪ দশমিক ৯১ শতাংশ, আইসিবি থার্ড এনআরনি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৪ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ১৬ শতাংশ ও প্যারামাউন্ট টেক্সটাইল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












