
এনসিসি ব্যাংক এর ১২১ তম শাখা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রবিবার (২২ ডিসেম্বর ) ঢাকার মোহাম্মদপুরে এনসিসি ব্যাংকের ১২১ তম শাখা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম এবং পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার ।
অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, এসইভিপি ও কাওরানবাজার শাখার ব্যবস্থাপক জালাল উদ্দীন চৌধুরী, এসইভিপি ও বনানী শাখার ব্যবস্থাপক মোঃ জাকির আনাম, এসইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় আবাসন শিল্পে অগ্রণী ও বাংলার ঐতিহ্য মন্ডিত ঢাকার মোহাম্মদপুরে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক বিশ্বস্ততার প্রতীক। অনন্য কিছু পণ্য ও সেবা দিয়ে ব্যাংকটি ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, মোহাম্মদপুর শাখা এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিশেষত আমদানী-রপ্তানি ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষাখাত, শিল্পখাত ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। এনসিসি ব্যাংকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সানবিডি/ঢাকা/এসআই