
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসএস স্টীল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৮০ বারে ১৮ লাখ ৫৪ হাজার ৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ২৩ বারে ৩৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আইটি কনসালট্যান্টসের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৮৬০ বারে ১১ লাখ ৮৯ হাজার ৪১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৩ দশমিক ৬৪ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ৩ দশমিক ১৬ শতাংশ, সিনো বাংলার ২ দশমিক ৭৩ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়্যাল ফান্ডের ২ দশমিক ৬৩ শতাংশ, নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটারের ২ দশমিক ৪৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২ দশমিক ৩৩ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়্যাল ফান্ডের ২ দশমিক ১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস