মার্কেন্টাইল ব্যাংকের ‘হাজীগঞ্জ শাখা’ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৩ ১৯:১৬:৫১

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৪তম শাখা ‘হাজীগঞ্জ শাখা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতবিার মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, মোঃ আব্দুল হান্নান, এ. কে. এম. সাহিদ রেজা ও এম. এ খান বেলাল।
আরো বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফউদ্দিন দুলাল পাটোয়ারী, দৈনিক চাঁদপুর জমিন এর সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা প্রধান রুবেল আহমেদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিওও ডঃ মোঃ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা কানাডা টাওয়ার (কিউসি টাওয়ার), হোল্ডিং নং ০০৫৩-০০, চাঁদপুর-কুমিল্লা হাইওয়ে, ওয়ার্ড নং-৪, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর-এ অবস্থিত।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













