কসবায় ফার্স্ট সিকিউরিটি’র এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৪ ১৬:৩৮:৪৬


ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোঃ আলী নাহিদ খান ও ভিপি মোঃ ফরিদুর রহমান জালাল, কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক ভাইস প্রিন্সিপাল মোঃ শাহিদ আলম মাস্টার, তন্তর শাখার ব্যবস্থাপক জনাব জালাল উদ্দিন এবং এজেন্ট মেসার্স নাদিরা মেডিক্যাল হলের স্বত্তাধিকারী মোঃ সরোয়ার ভূইয়া।
অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস