
চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেক্ট্রনিক শো বা সিইএসে প্রথম কনসেপ্ট ফোন দেখাবে।আগামী ৭ থেকে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে সিইএস ২০২০ আসর।
সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কনসেপ্ট ওয়ান বিশেষ ইভেন্ট করবে ওয়ানপ্লাস।ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ সিইএস ইভেন্টে কনসেপ্ট ফোন দেখানোর বিশেষ আয়োজন করার কথা জানান।
ওয়ানপ্লাস সেভেন আনার পর এবার প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ওয়ানপ্লাস ৮ মডেলের ফোন আনবে বলে জানান লাউ।অনলাইনে ছবি ছড়িয়ে পড়ার পর ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। যেখানে ‘ডুয়াল পাঞ্চ হোল’ পর্দা থাকছে।
যা ওয়ানপ্লাস ৭ প্রো;র মতোই কার্ভড পর্দা থাকছে।ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা। একটি ফ্ল্যাশ লাইট।আট গিগাবাইট র্যামের সঙ্গে ফোনটিতে থাকতে পারে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটি চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরে।