বুধবার, ২০ নভেম্বর ২০২৪
অপকর্মে জড়িত দলীয় নেতাদের তালিকা হচ্ছে
প্রকাশিত - সেপ্টেম্বর ২৮, ২০১৫ ৮:০৬ পিএম
দলের যারা অপকর্ম করছে তাদের তালিকা হচ্ছে, আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ধুমঘাট ব্রিজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতারা কনস্টেবলের চাকরি, নৈশ প্রহরী নিয়োগ দিয়ে টাকা নেয়া, টিআর-কাবিখায় ভুয়া নাম লিখিয়ে টাকা আত্মসাত করে। জমি দখল, নীরবে নারী ধর্ষণের ঘটনাও ঘটাচ্ছে তারা। এগুলো সরকারের নলেজে আছে।
যারা প্রধানমন্ত্রীর অর্জনকে ম্লান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দলের অন্যতম এই শীর্ষ নেতা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ সমাপ্ত হবে বলে জানান মন্ত্রী।
সেতুমন্ত্রী জানান, ২১৫ মিটার দীর্ঘ ধুমঘাট ব্রিজ নির্মাণে ৪২ কোটি টাকা ব্যয় হবে। ব্রিজটির ৭৮ শতাংশ কাজ শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফোর লেনের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাবু শুসেন চন্দ্রশীল প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.