ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৬ ১৭:০৮:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহম্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬২ লাখ ৪৪ হাজার ২৮২টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৬ কোটি ৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এসকে ট্রিমসের ৩১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে দ্বিতীয় স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ২৯ লাখ ২৫ হাজার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৫৩ হাজার টাকার, মারিকো বাংলাদেশের ৮ লাখ ৩৪ হাজার টাকার, নর্দান জুটের ৬ লাখ ৯০ হাজার টাকার, রেনেটার ২১ লাখ ৭৬ হাজার টাকার, সোনার বাংলা ইনস্যুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস