কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে লন্ডভন্ড নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৮ ১১:০৫:০০


সম্প্রতি হওয়া আইপিএল নিলামে নতুন করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস। টুর্নামেন্টের ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এর আগে কোনো বিদেশি খেলোয়াড়ের দাম এতো হয়নি।

এ বছর টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। আরও একবার নিয়েছেন ৫ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে লন্ডভন্ড হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

তার আগুনে বোলিংয়ে মাত্র ১৪৮ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া পেয়েছে ৩১৯ রানের বিশাল লিড।

মেলবোর্নে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার করা ৪৬৭ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ৪৪ রান করতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ড। আজ (শনিবার) ম্যাচের তৃতীয় দিন আর মাত্র ১০৪ রান যোগ করতেই সবকয়টি উইকেট হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার পক্ষে ১৭ ওভার বোলিং করে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন কামিনস। এছাড়া জেমস প্যাটিনসন ৩ ও মিচেল স্টার্ক নিয়েছেন ২টি উইকেট। টম লাথামের ৫০ ব্যতীত আর কোনো কিউই ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি।

৩১৯ রানের ব্যবধানে এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। আবার ব্যাট করতে নেমেছেন জো বার্নস ও ডেভিড ওয়ার্নার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।