সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৮ ১১:২২:৪৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট  ১২ কোটি ৪৪ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের দর বেড়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭০ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের দর বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬০ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০ দশমিক ৩২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক১২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৬ দশমিক ৭১ শতাংশ, রানার অটোমোবাইলসের ৬ দশমিক ৫৯ শতাংশ ও কনফিডেন্স সিমেন্টের ৬ দশমিক ২০ শতাংশ দর বেড়েছে।

সানবিডি/এসকেএস