সাপ্তাহিক দর পতনের শীর্ষে আজিজ পাইপস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৮ ১১:২৩:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির সপ্তাহজুড়ে দর কমেছে ১২ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের সপ্তাহজুড়ে দর কমেছে ১২ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪০ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

তৃতীয় স্থানে থাকা যমুনা অয়েলের সপ্তাহজুড়ে দর কমেছে ১২ দশমিক ৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিং শাইন টেক্সটাইলের ১০ দশমিক ৬৬ শতাংশ, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ২৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৯ দশমিক ০৯ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, ফার্মা এইডসের ৯ দশমিক ০৪ শতাংশ ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৮ দশমিক ৬৮ শতাংশ শেয়ার দর কমেছে।

সানবিডি/এসকেএস