অ্যান্ড্রয়েড ১১ ধারণ করবে ৪ জিবিরও বেশি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৮ ১৪:২৬:২৩


অ্যান্ড্রয়েড ১১ এ ভিডিও ধারণের সময় ফাইলের আকার ৪ জিবি ছাড়িয়ে গেলেও তা রেকর্ড হবে ।অনেক অ্যান্ড্রয়েড ফোনেই এখন ৪কে রেজুলেশনে ৩০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ধারণ করা যাচ্ছে।

এই মানের ভিডিও ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা ফাইলের আকার।ভিডিও ধারণের সময় ফাইলের আকার ৪ জিবি ছাড়িয়ে গেলেই ভিডিও বন্ধ হয়ে যায়, একটি ভিডিও দুটি ফাইলে ভাগ হয়ে যায়।

এ সমস্যা এড়াতে অনেকেই আল্ট্রা এইচডির বদলে এইচডি রেজুলেশনে ভিডিও ধারণ করেন।অ্যান্ড্রয়েড ১১ সংস্করণটিতে ভিডিও ফাইলের আকার ৪ জিবি ছাড়িয়ে গেলেও কোনো সমস্যা নেই। ভিডিও ঠিকই রেকর্ড করা যাবে। এক ফাইলেই পাওয়া যাবে পুরো ভিডিও।

২০১৪ সাল থেকেই ৪ জিবির চেয়ে বড় ভিডিও ফাইল অ্যান্ড্রয়েড ফোনে ধারণ করা যায় না। তখন ফোনের সক্ষমতা কম ছিলো বলেই এ সীমাবদ্ধতা ছিলো। তবে এখনকার ফোনের শক্তি অনেক বেশি। অচিরেই ফোনে ৮কে রেজুলেশনের ভিডিও ধারণ করা যাবে। বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতির কথা ভেবেই নতুন এই সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল।