
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির ৫০ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৯৭ লাখ ৪৯ হাজার ৯৫৯টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫০ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে ২২টি কোম্পানির ৬৮ লাখ ১ হাজার ৫৩৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে কোম্পানিগুলোর ৩৮ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিলে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসকে ট্রিমসের ৩১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া মার্কেনটাইল ইন্সুরেন্সের ৫ কোটি ৬৭ লাখ ১৬ হাজার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫ লাখ ৬০ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৯ লাখ ৭৬ হাজার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৮ লাখ ৫০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ লাখ ৮৭ হাজার, কাশেম ইন্ডাষ্ট্রিজের ৩৫ লাখ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ লাখ ৫ হাজার, সিঙ্গার বিডির ১ কোটি ৪২ লাখ ৫৬ হাজার, স্কয়ার ফার্মার ১৮ লাখ ২৮ হাজার ও স্ট্যান্ডার্ড সিরামিকের ২ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি, রিজেন্ট টেক্সটাইলসের ১৭ লাখ ৮২ হাজার, সুহৃদের ২৯ লাখ ৬০ হাজার ও সিনো বাংলার ৫ লাখ ২ হাজার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ কোটি ১৩ লাখ ৪১ হাজার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ৬৭ হাজার, জেনেক্স ইনফোসিসের ১০ লাখ ২৭ হাজার, খুলনা পাওয়ারে ১১ লাখ ৯ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২০ লাখ ৮০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৬০ হাজার, পূবালী ব্যাংক ৬ লাখ ৮২ হাজার, আরডি ফুডের ১৮ লাখ ২০ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ও উত্তরা ব্যাংকের ১ কোটি ১৪ লাখ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ২৯ লাখ ২৫ হাজার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৫৩ হাজার টাকার, মারিকো বাংলাদেশের ৮ লাখ ৩৪ হাজার টাকার, নর্দান জুটের ৬ লাখ ৯০ হাজার টাকার, রেনেটার ২১ লাখ ৭৬ হাজার টাকার, সোনার বাংলা ইনস্যুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস