এবিবি’র চেয়ারম্যান হলেন আলী রেজা ইফতেখার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৯ ২০:০০:১৫

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২১ মেয়াদের জন্য আলী রেজা ইফতেখারকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
আলী রেজা ইফতেখার এর আগে ২০১৪-১৫ মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং পেশায় ইফতেখার বিভিন্ন বেসরকারি এবং ব্যাংক ইন্দোসুয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিত নতুন তিন ভাইস চেয়ারম্যান হলেন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
সংগঠনটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী রাহেল আহমেদ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













