ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৫:২৪:৪৫


সপ্তাহের দ্বিতীয় ও বছরের শেষ কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪৬ লাখ ৩৮ হাজার ৯৩২টি শেয়ার ২৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৬৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিকন ফার্মার ৭ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে আলহাজ্ব টেক্সটাইলের ৬ লাখ ৭১ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৮৫ লাখ, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১২ লাখ ৫৩ হাজার, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুায়াল ফান্ডের ১৬ লাখ ২০ হাজার, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৪ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার, রেনেটার ৬ কোটি ৫১ লাখ ৫৩ হাজার, সিঙ্গার বিডির ৫৩ লাখ ৫৭ হাজার, স্কয়ার ফার্মার ৯৯ লাখ ১১ হাজার ও স্টান্ডার্ড সিরামিকের ৪১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস