পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা ২০১৮ সালের তুলনায় বেড়েছে। পরিচালন মুনাফা বাড়লেও সঙ্কা নিট মুনাফা নিয়ে। আগের বছরগুলোতে দেখা গেছে পরিচালন মুনাফা বাড়লেও নিট মুনাফা কমেছে। তবে ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত (নীট) মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে কর, প্রভিশনসহ অনেক কিছু বাদ দিয়ে প্রকৃত মুনাফা হিসাব করা হবে।
ডিএসই সূত্র মতে, পুঁজিবাজারে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বিভিন্ন সূত্র থেকে ১৮টি ব্যাংকের পরিচালন মুনাফা সংগ্রহ করেছে সানবিডি। এর মধ্যে দেখা গেছে ১৪টির পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।
প্রসঙ্গত, ব্যাংকগুলো কিছুদিন পরে তাদের বার্ষিক অনিরীক্ষিত আর্থিক ফলাফল বাংলাদেশ ব্যাংকে জমা দিবে। এরপর প্রকৃত মুনাফা থকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা পর্ষদ। পরে এজিএমে তা পাশ করবেন শেয়ারহোল্ডাররা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ব্যাংকগুলো ২৬ হাজার ৬৩৯ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। অথচ নিট মুনাফা নেমেছিল ৪ হাজার ৩৯ কোটি টাকায়। এর আগের বছর ২০১৭ সালে ব্যাংকগুলো পরিচালন মুনাফা হয়েছিল ২৪ হাজার ৬৫০ কোটি টাকা। নিট মুনাফা হয়েছিল ৯ হাজার ৫১০ কোটি টাকা। এর মানে পরিচালন মুনাফা এক হাজার ৯৯০ কোটি টাকা বাড়লেও নিট মুনাফা কমেছিল ৫ হাজার ৪৭০ কোটি টাকা। গত বছর ব্যাংক খাতে নিট মুনাফা কমার অন্যতম কারণ হিসেবে খেলাপি ঋণ বৃদ্ধিকে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক। এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
উল্লেখ,২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে রেকর্ড ৩১ হাজার ১৭৫ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করার পরও অতীতের সব রেকর্ড ভেঙে খেলাপি ঋণ ২২ হাজার ৩৭৭ কোটি টাকা বেড়ে এক লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকায় ঠেকেছে।