সপ্তাহের তৃতীয় ও বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৯২ বারে ২৩ লাখ ৬৯ হাজার ৪৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা স্টান্ডার্ড ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯১০ বারে ১৭ লাখ ৬৪ হাজার ২৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা জাহিদ স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৫৩০ বারে ২৩ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি কমের ৯ দশমিক ৬১ শতাংশ, নাভানা সিএনজির ৯ দশমিক ০১ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮ দশমিক ৮২ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের ৮ দশমিক ৭২ শতাংশ, সোনালী আঁশের ৮ দশমিক ৭২ শতাংশ, ফার্মা এইডের ৮ দশমিক ৫৩ শতাংশ ওয়াইম্যাক্সের ৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস