বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন -প্রতিমন্ত্রী

প্রকাশ: ২০১৫-০৯-২৮ ২০:৩৫:৪২


Mpমৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য নিরলসভাবে কাজ করেছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা একইভাবে ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি গুচ্ছ প্রকল্পের সফলতার মাধ্যমে দেশকে মধ্য আয়ের দেশে পরিনত করেছেন। খুলনার ফুলতলা উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার সন্ধ্যায় ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও লুলু বিলকিস বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ওসি মোঃ রফিকুল ইসলাম।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার, উপজেলা প্রকৌশলী শেখ শামসুল আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, আ’লীগ নেতা শেখ আবিদ হোসেন, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপাধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, ফুলতলা রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক নেছার উদ্দিন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, যুবলীগ নেতা এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।

সানবিডি/তাপস/এস