রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের নিয়ে কর্মসংস্থান ব্যাংকে এক শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
বুধবার (০১ জানুয়ারি) এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, আইসিবি, বাংলাদেশ কৃষি ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওগণ এতে অংশ গ্রহণ করেন।
কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানসহ অন্যান্য নির্বাহীগন উপস্থিত ছিলেন।
এ সময় কর্মসংস্থান ব্যাংকের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়।উপস্থিত ব্যবস্থাপনা পরিচালকগণ কর্মসংস্থান ব্যাংকের সার্বিক পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সহযোগীতার আশ্বাস দেন।
সানবিডি/ঢাকা/এসআই