বর্ষবরণের রাতে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পাটালপানিতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রদেশে পাটালপানিতে নিজের খামার বাড়িতে পরিবারের সদ্যেদের নিয়ে বর্ষবরণের পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবন থেকে পরিবার ও বন্ধুদের কয়েকজনকে নিয়ে নিচে নামার পথে তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের।
দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলোকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। পুনিতের বন্ধু গৌরব ৩১ ডিসেম্বর রাতে সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থাও আশঙ্কাজনক।
অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, গতকাল রাতে লিফট আছড়ে পড়ে ছয়জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের শিল্পপতির মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের ঠিকাদারে বিশাল ব্যবসা রয়েছে। তার কোম্পানি পাথ ইন্ডিয়া সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত। তিনি দেশটির নামকরা একজন শিল্পপতি বলে প্রতিবেদেনে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে বুধবার সকাল থেকে পুনিত আগরওয়ালের খামার বাড়ির সামনে লোকজন ভিড় করতে শুরু করে। নিরাপত্তার জন্য বেশ কিছু পুলিশ সদস্য সেখানে মোতায়েন করতে হয়। পুনিত ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস