পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার এইচ বাবুল বলেছেন, বর্তমানে ব্যপক চ্যালেঞ্জের মুখে ফিড ব্যবসা। ফলে ক্ষতি কমাতে প্রায় উৎপাদন আংশিক বন্ধ রাখতে হয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএ) এ সব কথা বলেন তিনি।
আক্তার এইচ বাবুল বলেন,বাস্তবতার পরিপ্রেক্ষিত আপনাদের কোম্পানির ব্যবসা সম্পর্কে অবগত করতে চাই। সার্বিকভাবে ফিড ব্যবসা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে। ক্রমাগত ডলারের মূল্য বৃদ্ধির কারণে কাচামালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অসংখ্য ফিড মিল হওয়ায় তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়ে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, অন্যদিকে শীতকালে খামারীরা স্বাভাবিকভাবে ঝুকি নিতে চায় না। যার ফলে বিক্রি হ্রাস পায় উল্লেখযোগ্য হারে। নিয়মিত বিক্রি না থাকলে নিয়মিত উৎপাদন করলে পণ্যের মজুদ বাড়ে এবং গুণগত মান নষ্ট হয়। ফলে প্রায় উৎপাদন আংশিক বন্ধ রাখতে হয়। যার ফলে ওভারহেট খরচ বাড়ে। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এ অবস্থায় কোম্পানির আয় বাড়াতে হলে ব্যপক বিনিয়োগ প্রয়োজন। তাই আমরা সামনে আপনাদের সাথে বিনিয়োগ কৌশল সম্পর্কে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।
বিজ্ঞপ্তি