এ বছর রেকর্ড ভুট্টা আমদানি করবে মেক্সিকো

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-০২ ০৯:৪৬:৪৫


একবছর ধরে মেক্সিকোর প্রধান ভুট্টা উৎপাদনকারী অঞ্চলগুলোয় মাত্রাতিরিক্ত খরা বিরাজ করেছে। এ কারণে দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ বছর কৃষিপণ্যটির আমদানি বাড়াতে হচ্ছে দেশটিকে। খবর এগ্রিসেনসাস।

মেক্সিকোর গ্রুপো কনসালতোর দে মারকাদোস এগ্রিকোলাসের (জিসিএমএ) প্রাক্কলন অনুযায়ী, এ বছর দেশটি সব মিলিয়ে ১ কোটি ৮৩ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি ও দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২০১৯ সালে দেশটির ভুট্টা আমদানি দাঁড়াতে পারে ১ কোটি ৬০ লাখ টনে। সে হিসাবে এবার মেক্সিকো পণ্যটির আমদানি বাড়াতে পারে ২৩ লাখ টন।

প্রতিষ্ঠানটির বিশ্লেষক অ্যাবেল রদ্রিগেজ বলেন, এ বছর আমরা রেকর্ড ভুট্টা আমদানি করতে যাচ্ছি। ২০১৯ সালে টানা খরা ভাব দেশটির কৃষকদের পণ্যটি আবাদে অনাগ্রহী করে তুলেছে। আগের বছরের তুলনায় মেক্সিকোয় এবার কৃষিপণ্যটির আবাদি জমির পরিমাণ এক লাখ হেক্টর কমেছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার জেরে পণ্যটির ফলনও কমেছে।

তিনি বলেন, দেশটির প্রধান ভুট্টা উৎপাদনকারী এলাকা সিনালোয়ায় মাত্রাতিরিক্ত খরা বিরাজ করায় পানি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এ অঞ্চলে উল্লেখযোগ্য হারে পণ্যটির উৎপাদন কমবে, যা মোট দেশজ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। এবার মেক্সিকোয় সব মিলিয়ে ২ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস করেছে জিসিএমএ, যা আগের বছরের তুলনায় ১৬ লাখ টন কম।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী হলেও মেক্সিকো পণ্যটি আমদানিতে দ্বিতীয় শীর্ষ দেশ। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ভুট্টা আমদানি করে দেশটি। তবে ব্রাজিলও সম্প্রতি মেক্সিকোর বাজারে পণ্যটি সরবরাহের অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে।