বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ সাইদুর রহমান ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (৩১ ডসিম্বের২০১৯) রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে আগামী এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সদ্য বিদায়ী চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের তিন সদস্যকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তাঁরা হলেন - মো. এনায়েত উল্লাহ, ইমরোজ হোসাইন ও মনিরুজ্জামান মোল্লা।
ফাউন্ডেশনের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীকে ফাউন্ডেশনের ট্রেজারার নির্বাচিত করা হয়। শেখ সাইদুর রহমান ১৯৫৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
সানবিডি/ঢাকা/এসএস