ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯ সালে বার্ষিক শেয়ার পতনের বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বার্ষিক দর কমেছে ৭৬ শতাংশ। কোম্পানিটির ক্লোজিং প্রাইজ ছিলো ১৩.৩ টাকা ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর কমেছে ৬৭ শতাংশ। কোম্পানিটির ক্লোজিং প্রাইজ ছিলো ৬২.৩ টাকা ।
৬৫ শতাংশ দর কমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল। কোম্পানিটির ক্লোজিং প্রাইজ ছিলো ৩১ টাকা ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে উসমানিয়া গ্লাসের ৫৮ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৫৮ শতাংশ, ইফাদ অটোসের ৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫৭ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের ৫৬ শতাংশ ও সাফকো স্পিনিংয়ের ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস