গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার পুঁজিবাজারের চলমান অস্থিরতা কাটাতে অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালন পর্ষদের মধ্যে ত্রিপাক্ষীক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সাংবাদিকদের কাছে এ দাবি করেন অর্থমন্ত্রী।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে অর্থমন্ত্রীর সাথে ডিএসইর পরিচালনা পর্ষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
https://www.youtube.com/watch?v=H6VmmqEfWm4
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আজকে আমরা আলোচনা করেছি কিভাবে পুঁজিবাজারকে আরো গতিশীল করতে পারি। এখন যে অবস্থায় আছে তার থেকে বের করে নিয়ে আসতে পারি। সেখানে কিছু দাবি আছে তাদের। একটা দাবি ছিল আমরা কিছু ট্যাক্স কেটে নি। সেটা কিছুটা কমানো যায় কিনা এটা তাদের দাবি ছিলো। আমি বলেছি বিবেচনা করবো যতটুকু সম্ভব হয়। অন্যান্য ব্যবসার মতো পুঁজিবাজারে যারা ব্যবসা করবে তারাও একইভাবে ব্যাংক থেকে ঋণ পাবে। গুজবনির্ভর হয়ে পড়েছে পুঁজিবাজার। গুজবের কারণেই তা ঘুরে দাঁড়াতে পারছে না। গুজব ছড়িয়ে যারা বাজারে প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারের বিভিন্ন সংস্থা। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে নির্দেশনা দেওয়া হয়েছে। রেমিটেন্স খাতে ডিসেম্বর মাসে গ্রোথ হলো ৪০ শতাংশ। একটা মাসে একটা আইটেমে বাংলাদেশে ৪০% গ্রোথ হলো ইতিহাস। এই রেকর্ড কেউ আর ব্রেক করতে পারবে না। তাদের দাবি ভালো কিছু সরকারি শেয়ার বাজার নিয়ে আসার জন্য। আমি আশ্বস্ত করেছি এ বিষয়ে কাজ করছি। এটা সময় লাগবে। আমি দিনক্ষণ দিতে পারবো না করে নিয়ে আসবো। আমি তাদের সাথে একমত ভালো সরকারি শেয়ার বাজার আশা দরকার।
সানবিডি/এসকেএস