১০৮ রানে অলআউট হয়েছে বরিশাল বুলস। সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বারশাল বুলস। ত্রিশের ঘরে পা রাখতে পারেননি দলের কেউই। সর্বোচ্চ স্কোর নাদিফ চৌধুরীর, ২৪।
এদিন পাঁচ ওভারের ভেতর রনি তালুকদার (২০) এবং শাহরিয়ার নাফিসকে (১২) হারায় রিয়াদের দল। চতুর্থ ওভারের শেষ বলে শুভাশিস রায়ের শর্ট বলে অফড্রাইভ করতে যেয়ে কানায় লেগে মুশফিকের হাতে ধরা পড়েন রনি।
পরের ওভারের প্রথম বলে এডওয়ার্ডসকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করতে যান নাফিস। তারও বল লাগে ব্যাটের কানায়। আকাশে ওঠা বল সহজে তালুবন্দি করেন বোপারা। পরে একে একে ফিরে যান টেলর (৯), রিয়াদ (৭), সাব্বির (১৫), প্রসন্ন (0), কুপার (২)।
সিলেট সুপার স্টার্সের নাজমুল ইসলাম চার ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। দিনের প্রথম ম্যাচে মাশরাফির ব্যাটিং কৃতিত্বে চিটাগাংকে সাত উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সানবিডি/ঢাকা/রাআ