ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ১৯ দশমিক ৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের দর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৬ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের দর বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৮৪ শতাংশ, আমরা টেকনোলজিসের ১৪ দশমিক ৬৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৪ দশমিক ০২ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৮৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৩ দশমিক ১৪ শতাংশ, বিডিকম অনলাইনের ১২ দশমিক ৯৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলসের ১২ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস