স্তন ক্যানসারে আক্রান্ত ৮ বছরের শিশু!

আপডেট: ২০১৫-১১-২৪ ২১:১০:৫৭


girl, 8, diagnosed with breast cancer pic_92121_0যুক্তরাষ্ট্রে আট বছর বয়সী এক মেয়ে শিশু দুর্লভ স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছে। এত কম বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম।ক্রিসি টার্নার নামে ওই শিশুটি তার মা-বাবার সাথে উটাহ অঙ্গরাজ্যে বসবাস করে।

ক্রিসির বাবা ট্রয় বলেন, অক্টোবরের মাঝামাঝিতে ক্রিসি তার বুকে ফোলা অনুভব করলে সে আমাদের দেখায়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে, ক্রিসি সেক্রেটরি কারসিনোমা নামে দুর্লভ স্তন ক্যানসারে আক্রান্ত। প্রতি দশ লাখে একজন এই ধরনের রোগে ভোগে। ক্রিসিকে এখন অস্ত্রোপচারের মাধ্যমে স্তন অপসারণ করাতে হবে।

ক্রিসি জানায়, আমি যখন প্রথম এই বিষয়ে জানতে পারি তখন খুব ভয় পেয়েছিলাম। আমি জানি ও বিশ্বাস করি, আমি এটি মোকাবেলায় লড়াই চালিয়ে যেতে পারব।

ক্রিসির মা-বাবা দুজনই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তার মা অ্যানেটি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। আর তার বাবা লিম্ফোমাতে আক্রান্ত হয়েছিলেন।

ক্রিসির মা অ্যানেটি বলেন, আমি খুবই ভেঙে পড়েছি। ক্যানসারের বিরুদ্ধে আমার পরিবারকে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে।ক্রিসির চিকিৎসার খরচ যোগাতে তার পরিবারের আত্মীয়-স্বজন ও তার মা-বাবার বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সানবিডি/ঢাকা/রাআ