ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করলে পার্কিং বাবদ রাখা হচ্ছে নির্ধারিত টাকা। আবার যেসব যানবাহন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সামনের রাস্তা ব্যবহার করে অন্য কোথাও যাচ্ছেন তাদের কাছ থেকেও একইরকম টাকা রাখছেন পার্কিংয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এ নিয়ে গণভবন স্কুল ক্রসিং ও বিআইসিসি সংলগ্ন ক্রসিংয়ে চালকদের সঙ্গে পার্কিংয়ের টিকিট ডিস্ট্রিবিউটরদের কথা কাটাকাটি হচ্ছে প্রতি মুহূর্তে। টিকিট ছাড়া রাস্তা ব্যবহারের অনুমতি না পেয়ে বাধ্য হয়ে টিকিট কিনছেন চালকরা। ওই রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা না থাকার পরেও এভাবে টাকা আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন চালক ও অন্যরা।
তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দীন মোল্লা
বলেন, ‘যেসব গাড়ি মেলায় প্রবেশ করবে, তাদের কাছে পার্কিং বাবদ রশিদ কেটে টাকা রাখা হবে। যারা গণভবন স্কুল ক্রসিং বা বিআইসিসি ক্রসিং হয়ে অন্যদিকে যাবেন তাদের কাছ থেকে পার্কিংয়ের টাকা রাখা হবে না।’ তবে জরুরি প্রয়োজন ছাড়া বাণিজ্য মেলার সামনের রাস্তাটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
বাণিজ্য মেলায় আসা যানবাহনের পার্কিং ব্যবস্থাপনায় থাকা একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় গাড়ি পার্ক করার জন্য মোটরসাইকেল ও তিন চাকার বাহনের জন্য নেওয়া হচ্ছে ২০ টাকা এবং চার চাকার বাহনের জন্য নেওয়া হচ্ছে ৩০ টাকা।
চালকদের সঙ্গে পার্কিংয়ের টিকিট ডিস্ট্রিবিউটরদের কথা কাটাকাটি হচ্ছে প্রতি মুহূর্তেশুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে গণভবন স্কুল ক্রসিংয়ে এক প্রাইভেটকার চালককে টিকিট ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা যায়। চালক বলছেন, তিনি মেলায় প্রবেশ করবেন না। যাবেন মিরপুর রোডে। বাণিজ্য মেলা প্রাঙ্গণে গাড়ি পার্ক না করলে কেন পার্কিংয়ের টাকা দিতে হবে? কিন্তু এসব কথা আমলে নিচ্ছেন না টিকিট ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। তারা বলছেন, এই রুটে (গণভবন স্কুল ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং) গাড়ি ঢুকলেই পার্কিংয়ের টাকা দিতে হবে।
চালক আশরাফুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই পথে গাড়ি চলবে না, এমন তো কোনও নিষেধাজ্ঞা নেই। তাহলে কেন, প্রবেশ করতে দেবে না। আর যেতে হলে কেন পার্কিংয়ের টাকা দিতে হবে? যা ইচ্ছে তাই করছে। বলছে, টাকা না দিলে ঘুরে যেতে হবে। এই পথে যাওয়া যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে গণভবন স্কুল ক্রসিংয়ে থাকা দুজন টিকিট ডিস্ট্রিবিউর সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলতে অস্বীকৃতি জানান। একইভাবে কথা বলতে অনীহা প্রকাশ করেন ওই ক্রসিংয়ে দায়িত্বে থাকা সার্জেন্ট। তবে নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন ডিস্ট্রিবিউটর বলেন, ‘বাণিজ্য মেলার সামনে রাস্তায় গাড়ি ঢুকলে পার্কিং করুন আর না করুন চালকদের কাছ থেকে টিকিটের টাকা নেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ রাস্তায় প্রবেশ করা সব গাড়ির চালককে পার্কিং টিকিট নিতে হবে। এই সময়ের আগে-পরে বিনা টিকিটে গাড়ি চলাচল করতে পারবে।’
মেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা হয়েছে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ওই সেন্টারে গিয়েও পুলিশের ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। কন্ট্রোল সেন্টারে থাকা অন্য সদস্যরা বলেন, ‘টিকিট নেওয়া বা না নেওয়ার বিষয়টি সিনিয়র স্যাররা বলতে পারবেন।’ সূত্র: বাংলা ট্রিবিউন
সানবিডি/ঢাকা/এসএস