বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এর মধ্যে মহাব্যবস্থাপ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন নূর-উন-নাহার।আর মহাব্যবস্থাপক হয়েছেন- এ.কে.এম. এহসান।
নূর-উন-নাহার
বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১ঃ ০৯/২০২০ মোতাবেক হিউম্যান রিসোসের্স ডিপার্টমেন্টে-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহারকে ০২ জানুয়ারী ২০২০ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করে রংপুর অফিসে বহাল করা হয়েছে। জনাব নূর-উন-নাহার রংপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। জনাব নাহার ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগ, কৃষি ঋণ বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, রংপুর অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
এ.কে.এম. এহসান
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব এ, কে, এম এহসান । বৃহস্পতিবার (০২ জানুয়ারী, ২০২০ইং) বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাঁকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। জনাব এহসান রাজবাড়ী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গনিত বিভাগে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ (ইন্টারন্যাশনাল ট্রেড ও কমার্স) ডিগ্রীও অর্জন করেন। এছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলজি মারা হতে ফরেনসিক একাউন্টিং কোর্স সম্পন্ন করেন। জনাব এহসান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ জনাব এহসান ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন।
সানবিডি/ঢাকা/এসআই