প্রচণ্ড শীতে বিপর্যস্ত রংপুর অঞ্চলকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
শনিবার দুপুরে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ ঘোষণা দেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সামনে আরো শৈত্যপ্রবাহ আসছে। শীতপ্রবণ এ অঞ্চলের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। পাশাপাশি আমরাও আছি। ফলে শৈত্যপ্রবাহে কোনো সমস্যা হবে না। শীতার্ত মানুষদের রক্ষায় যা যা প্রয়োজন তা করা হবে।
এনামুর রহমান আরো বলেন, শীত আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আগাম প্রস্তুতি নেয়ার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সভা করে অক্টোবর মাসেই ৩১ লাখ ৯০ হাজার কম্বল সারা দেশের জেলা প্রশাসকদের কাছে পৌঁছে দিয়েছি। এছাড়া, শিশুদের শীতের পোশাক ও ৪০ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে রংপুর বিভাগের আট জেলায় নগদ ১০ লাখ টাকা দেয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এসব এলাকা সফর করছি।
আগুন পোহাতে গিয়ে মারা যাওয়া ছয়জনের পরিবারকে আর্থিক সহায়তা এবং রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব আকরাম হোসেন, রংপুরের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সানবিডি/ঢাকা/এসএস