স্প্যানিশ লা-লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মেসির বার্সেলোনা এবং একেবারে তলানিতে থাকা এস্পানিওল। কেউ ভেবেছিলো এমন দুই দলের মুখোমুখি লড়াইটা রোমাঞ্চকর হবে। ম্যাচের মাত্র ২৩ মিনিটে বার্সা পিঁছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে কাতালান জায়েন্টরা। সমতায় ফেরার কয়েক মিনিট বাদে এগিয়েও যায় তারা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। কারণ ম্যাচ শেষের আগ মুহুর্তে ( ৮৮ মিনিটে) দলকে সমতায় ফেরানন এস্পানিওলের ফরোয়ার্ড লিঁই। ফলে ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্র দিয়ে।
ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রত্যাশিত গোল পাচ্ছিল না কাতালান জায়েন্টরা। উল্টো ম্যাচের ২৩তম মিনিটে ডেভিড লোপেজের অনবদ্য এক হেড থেকে আসা গোলে এগিয়ে যায় এস্পানিওল। তবে পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া বার্সাকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ম্যাচের বিরতির পর ৫০তম মিনিটে আলবারের দুর্দান্ত ক্রস থেকে সুপার ফিনিশিংয়ের মধ্যে দিয়ে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ। লা-লিগার চলতি মৌসুমে এটি তার ১১তম গোল। গোল করার আট মিনিট পর আবারও সুয়ারেজ ভেলকি। এবার সুয়ারেজ নিজে গোল না করে অ্যাসিস্ট করেন। তার সেই নান্দনিক অ্যাসিস্ট থেকে গোল করেন ভিদাল। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
তবে ম্যাচের শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্নেস্তো ভালভার্দের দল। কারণ
৮৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। ডান দিক থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন এস্পানিওলের চাইনিজ ফরোয়ার্ড উ লিঁই।
ম্যাচের বাকি সময়ে সর্বোচ্চ চেষ্টা করেও কাক্ষিত গোলের দেখা না পেলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সালোনাকে