কর্মসংস্থান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৫ ১৬:১৩:০৬

তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন।যোগদানের আগে তিনি জনতা ব্যাংক লিমিটেড এ উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
রবিবার (৫ জানুয়ারী) কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। শিক্ষা জীবনে তিনি সকল একাডেমিক পরীক্ষায় মেধা তালিকায় বিশেষ স্থান অধিকার করেন।জনতা ব্যাংক লিমিটেডের দেশ-বিদেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে প্রায় ২৩ বছর এবং মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। কর্ম জীবনে তিনি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ফিলিপাইন সহ দেশ বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
১৯৬২ সালের ২০ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশ বাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাজুল ইসলাম ব্যক্তি গত জীবনে দুই পুত্র সন্তানের জনক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













