স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহেদুল হক সম্প্রতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনাব হক চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮৭ সালে এইচ এস সি পাশ করেন। ১৯৯২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্ট লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন পরিচালক জাহেদুল হক সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের মাধ্যমে দ্রুত সফলতার শীর্ষে আরোহণ করেন। পেশাগত জীবনে তিনি মেসার্স জাহেদ ব্রাদার্স এর প্রোপ্রাইটর, মেসার্স নূর অয়েল অ্যান্ড ফুড প্রোডাক্টস্ ও মেসার্স আরাফাত লিমিটেডের পরিচালক।
মানবহিতৈষী, সকলের প্রিয় ব্যক্তিত্ব জাহেদুল হক শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি হাজী নুরুল হক ডিগ্রী কলেজ, শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা সদস্য, আর্মি গল্ফ ক্লাব ঢাকা, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস্' ক্লাব লিমিটেড, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম এর আজীবন সদস্য, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ব্যাচ’৮৫ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কাউন্সিলর।
সানবিডি/ঢাকা/এসআই