মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
ডিএসইর সিআরও পদত্যাগ
প্রকাশিত - জানুয়ারী ৫, ২০২০ ৬:২৭ পিএম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) একেএম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন।
রোববার ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন সানবিডিকে বলেন, অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন।
সূত্র জানায়, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মতিন পাটোয়ারী বরাবর সিআরও একেএম জিয়াউল হাসান খান গত শনিবার (৪ জানুয়ারি) ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন।
জানা গেছে, সিআরও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ কারণে তিনি গত মাসের প্রথম সপ্তাহ থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন। এছাড়া তিনি বর্তমানে দেশের বাহিরে রয়েছেন। জিয়াউল হাসান আগামী ১৫ জানুয়ারি থেকে পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, জিয়াউল হাসান ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে ৩ বছরের জন্য নিয়োগ পান। এরপরে ৩ বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। যার মেয়াদসীমা ছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত।
সানবিডি/ঢাক/জিইউ/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.