দেশর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) মনোনয়ন ও পারিতোষিক (এনআরসি) কমিটির সদস্য হলেন রকিবুর রহমান। আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তাকে এই কমিটির সদস্য করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ,মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত ও আইনি বাধ্যবাধকতা পরিপালনে পাঁচটি করে কমিটি গঠন করেছে দুই স্টক এক্সচেঞ্জ। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী গঠিত পাঁচটি কমিটি হলো মনোনয়ন ও পারিতোষিক কমিটি (এনআরসি), নিয়ন্ত্রণবিষয়ক কমিটি, নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, আপিল কমিটি এবং দ্বন্দ্ব উপশম কমিটি।
সূত্র মতে, এই কমিটির সদস্য ছিলেন সদ্য বিদায়ী পরিচালক শরিফ আতাউর রহমান। তাকে এই কমিটির সদস্য করার জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব দেন পরিচালক হাম্মদ শাহজাহান। পরে পর্ষদ আলোচনা করে তাকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়। তিনি ডিএসইর সাবেক সভাপতি।