চলমান বঙ্গবন্ধু বিপিএল মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এবছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে সোমবার সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুর্দান্ত খেলে চট্টগ্রাম ইতিমধ্যে প্লে-অফে উঠে গেছে। তবে লিগ পর্বে এখনো তাদের দুটি ম্যাচ রয়েছে। বাকি ম্যাচগুলোতে খেলবেন গেইল।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাক হয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। ফলে এবার তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে ইউনিভার্স বসের এজেন্টের সঙ্গে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম কর্তৃপক্ষ।
কথাবার্তা শেষে তারা জানায়, বিপিএলের শেষদিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। অবশেষে বিশেষ আসর খেলতে চলে এলেন গেইল।
মঙ্গলবার শুরু হবে ঢাকা পর্ব। এতেই শেষ চার দল নির্ধারিত হয়ে যাবে। এদিন মিরপুরে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম।
রাজশাহীও এরই মধ্যে প্লে-অফে উঠে গেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে ঠিক হবে প্লে-অফে কে কার মুখোমুখি।
উল্লেখ্য, কয়েক বছর ধরে বিপিএলে নিয়মিত মুখ গেইল। ৩৮ ম্যাচে ১,৩৩৮ রান করেছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি তারই। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও টি-টোয়েন্টি কিংয়ের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করেন ক্রিকেটপ্রেমীরা।