বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং দেশের সকল হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় পানি বহনকারী প্লাষ্টিকের বোতলসহ সকল ' ওয়ান টাইম' প্লাষ্টিক সামগ্রী ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশর এক বছরের মধ্যে এ সব সামগ্রীর ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ওয়ান টাইম প্লাষ্টিক ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোঃ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির ( বেলা) করা রিটের প্রেক্ষিতে এ আদেশ আসে। পরিবেশ ধ্বংসকারী এসব প্লাষ্টিক সামগ্রী ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবীর।
সানবিডি/ঢাক/জেইউ/এসএস