টাঙ্গাইলের মধুপুরে ককটেল ফাটিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে মধুপুর পৌর শহরের জনবহুল সাথী রোডের রেখা জুয়েলার্সে এই ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
দোকানের মালিক দুর্লভ কর্মকার বলেন, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা সেজে বিভিন্ন রকমের অলঙ্কার দেখতে থাকেন। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় দোকানে লুটপাট করতে থাকে ডাকাত দলের সদস্যরা। বাধা দিতে গেলে দুই কর্মচারীকে বেদম পিটুনি দেয় তারা। এ সময় ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কার লুটে ওই গাড়িতে করে তারা মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে।
প্রাথমিকভাবে ৫০-৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে জানান দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কী হচ্ছে বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটে।
ওসি তারিক কামাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি জানান, স্বর্ণালঙ্কার কী পরিমাণে লুট হয়েছে তা এখনো বের করা যায়নি। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
সানবিডি/ঢাকা/এসএস