রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী “লিডারশীপ ডেভলপমেন্ট ফর এক্সিকিউটিভস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিলে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ০৫ ও ০৬ জানুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
কর্মশালায় রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সালমা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন ও ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ফাহমিদা চৌধুরী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের ডিজিএম ও এজিএমবৃন্দ অংশ নেন।
সানবিডি/ঢাকা/এসআই