
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসএস স্টীল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২২ বারে ৩০ লাখ ১৬ হাজার ৮১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা স্টান্ডার্ড সিরামিকের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৭৩ বারে ১ লাখ ২২ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৪ বারে ৯ লাখ ৯৭ হাজার ১১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল এনআরবি মিউচুয়্যাল ফার্ডে ২ দশমিক ৩২ শতাংশ, পদ্মা ওয়েলের ২ দশমিক ২৭ শতাংশ, দেশ গার্মেন্টেসের ২ দশমিক ২৩ শতাংশ, ডরিমন পাওয়ারের ২ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ২ দশমিক ১২ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২ দশমিক ০২ শতাংশ ও ফনিক্স ইন্স্যুরেন্সের ১ দশমিক ৮১ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস