যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানি প্রভাবশালী জেনারেল কাসেম সোলামানি নিহত হন।তার জানাজায় অংশ নিতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইউএসএ টুডে।
মঙ্গলবার ইরানের দক্ষিণ পূর্বের শহর কেরমানে সোলাইমানির দেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে শামিল হতে যোগ দেন হাজার হাজার মানুষ। ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। সেখান থেকে হঠাৎ হুরোহুরি শুরু হলে ঘটে এই বিপত্তি।
এর আগে সোমবার রাজধানী তেহরানে সোলাইমানির শেষ যাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ইরান দাবি করে তাতে অংশ নিয়েছিলেন দশ লক্ষের বেশি মানুষ।
সানবিডি/ঢাকা/এনজে