১৭২ সেবার অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-০৮ ১২:১১:৩৮

সরকারের ১৭২ রকমের সেবা পাওয়া মিলবে একটি অ্যাপের মাধ্যমেই। এর মধ্যে আছে জরুরি সেবা, জমির খতিয়ান সংক্রান্ত তথ্য জানা, বিপদে পড়লে সাহায্য নেওয়াসহ নানান কিছু।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চে বাংলাদেশে তৈরি একটি স্মার্টফোনে অ্যাপটিতে ক্লিক করে এর উদ্বোধন করেন । এসময় তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
অ্যাপটি উদ্বোধনের পর সেখানে স্থাপিত বড়পর্দায় এর কার্যকারিতা সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়। সেই ভিডিও থেকে জানা যায়, সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন চলে যাবে।
এরকম নানা ধরনের সেবা নিয়ে জনগণের হাতে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাই গভ অ্যাপ।
অস্ট্রেলিয়া,ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই নামে বা ভিন্ন নামে এই ধরনের অ্যাপ চালু আছে। যার সুফল পাচ্ছেন সেসব দেশের মানুষ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












