তেলের বাজার স্থিতিশীল রক্ষার দায় শুধু ওপেকের নয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৮ ১৫:৫৪:৫৬


চলমান ইরান-আমেরিকার উত্তেজনার মধ্যে ইরাকের তেল স্থাপনাগুলো সুরক্ষিত রয়েছে এবং তেল উত্তোলন অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন ওপেকের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বারকিন্দো। আবু ধাবিতে এক সম্মেলনের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেছেন, ইরাকে তেল স্থাপনাগুলোতে উত্তোলন নিরাপদ আছে এবং কার্যকর আছে। এটি একটি বড় স্বস্তি।

তিনি আশা প্রকাশ করেন বর্তমান উত্তেজনা সত্ত্বেও ওপেক বেধে দেয়া শতভাগ পূরণ করতে পারবে ইরাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি এক বার্তায় বারকিন্দো বলেছেন, একটি স্থিতিশীল তেলের বাজার রক্ষার দায় একা কাঁধে নিতে পারে না ওপেক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সানবিডি/এনজে