সম্প্রতি ইরানের নাম্বার ওয়ান জেনারেল কাসেম সোলায়মানিকে রকেট হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন দুটি সেনা ঘাটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান।এতে ৮০ মার্কিন সেনা নিহত হবার দাবি করে তেহরান।এ হামলার পরে ৫২টি এফ-৩৫এ যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ ঘাঁটিতে একসঙ্গে ৫২টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্টেরম এফ-৩৫ মডেলের এ যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। ‘যুদ্ধের মুখোমুখি হতে হবে’-শক্র বিমান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের। এর গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চপ্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারেন।
সানবিডি/ঢাকা/এনজে