সিরিয়া-তুরস্ক সীমান্তে ভূপাতিত জেট বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ার একজন মেরিন সেনা নিহত হয়েছে।
রাশিয়ার কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার ভূপাতিত হওয়া জেট বিমানের ক্রদের উদ্ধার অভিযানে যাওয়া দুটি হেলিকপ্টার লক্ষ্য করে সিরিয়ার বিদ্রোহীরা গুলি করলে এই ঘটনা ঘটে। জরুরী অবতরণের পর একটি হেলিকপ্টারে মর্টার হামলায় আগুন লেগে যায়।
গতকাল মঙ্গলবার ভূপাতিত জেট বিমানটির দুই পাইলটকেও গুলি করে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি ঘটেছে- তা এখনও জানা যায়নি।
ন্যাটোর মহাসচিব ইয়ান্স স্টল্টেনবার্গ বলেন, তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ বিমানকে ভূপাতিত করার পর ন্যাটো জোট তুরস্কের সঙ্গে আছে।
তুরস্কের ডাকে ন্যাটো জোটের একটি জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ন্যাটোর মূল্যায়নে রুশ যুদ্ধবিমান আসলেই তুর্কী আকাশসীমায় প্রবেশ করেছিল। তুর্কী প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেন, তার দেশের সীমান্ত রক্ষার অধিকার সবাইকে সম্মান করতে হবে।
রাশিয়ার বিমান ভূপাতিত হওয়ার পর এরদোয়ানকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, তুরস্কের সার্বভৌমত্বের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র পাশেই থাকবে।
তবে এই ঘটনাকে সন্ত্রাসবাদীদের সহযোগীদের দ্বারা পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পরিণাম হবে গুরুতর।
রাশিয়ঢা দাবি করছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমাতেই অবস্থান করছিল এবং সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সের্গেই রুডসকোই বলেন, রুশ বিমানে গুলি চালানোর আগে তুরস্ক কোনো যোগাযোগই করেনি। তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করছে তুরস্ক।
সানবিডি/ঢাকা/এসএস