এ বছর রাসায়নিকমুক্ত থাকবে রাজশাহীর আম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১২:১৩:৫৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষিত মুজিববর্ষ চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করা হবে।
রাজশাহীর আমগাছগুলোতে আগামী মে মাস থেকে নামবে আম। এবার মুজিববর্ষে আমের মেৌসুমে রাজশাহীর আম থাকবে শতভাগ রাসায়নিকমুক্ত। এ ব্যাপারে কঠোর নজরদারি করবে প্রশাসন।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে শতভাগ রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করা হবে। এবার মুজিববর্ষে রাজশাহীর বিষমুক্ত আম হবে জাতির জন্য উপহার। জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে সরকারি সব দফতরের সেবা হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন এবং মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দুটি ক্ষণগণনা যন্ত্র বসানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একটি ক্ষণগণনা যন্ত্র বসিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত মো. রহমাতুল্লাহ, রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন