এবার ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আগামী ১৩-১৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা সংলাপে আমন্ত্রিত ছিলেন তিনি।
নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এই নিয়ে বাংলাদেশের চারজন মন্ত্রীর দিল্লী সফর বাতিল হলো।
তবে এব সফর বাতিল নিয়ে মুখ খোলেনি সরকার। অ্ভ্যন্তরীন ব্যস্ততার কারণ দেখিয়ে এসব সফর বাতিলের কথা জানানো হয়।
সানবিডি/ঢাকা/এসআই