সৌদি আরবে বাংলাদেশি কর্মকর্তারা বলছেন, হজে পদদলিত হয়ে এখনও পর্যন্ত তিনজন বাংলাদেশির নিহত হওয়ার খবর তারা নিশ্চিত করতে পেরেছেন।
সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের কাছে নিহতদের যেসব ছবি পাঠিয়েছে সেখান থেকে তাদেরকে শনাক্ত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, তাদের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়েছে।
নিহত বাংলাদেশিদের ব্যাপারে জানতে চাইলে মক্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিবিসি কে বলেন মরদেহ গুলো সৌদি আরবের মর্গে রাখা আছে।
তিনি বলছেন, “হয়ত নিহতের সংখ্যা বাড়তে পারে তবে সেই সংখ্যাটা উদ্বেগজনক হবে না।"
"আর নিখোঁজ যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, যাদের সম্পর্কে তথ্য হয়ত এখনো এসে পৌছাঁয়নি" বলে জানান তিনি।
মি. মসিহ বলছিলেন, "এই মুহূর্তে কিভাবে তিনটি মরদেহ দেশে পাঠানো হবে তার চেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি যারা নিখোঁজ রয়েছেন তাদের বিষয়টি। তবে অনেকের আত্মীয় স্বজনেরা প্রথম দুই দিন ফোন করেছেন যারা এখন আর করছেন না। আমরা বিশ্বাস করছি তারা তাদের স্বজনকে খুঁজে পেয়েছেন।"
এদিকে নিখোঁজ বাংলাদেশি হাজিদের পরিবারের মানুষ দিন কাটাচ্ছেন চরম উৎকন্ঠার মধ্যে। বিবিসি